বাবা। দুই অক্ষরের এই শব্দটি যেন হাজারো ভাব প্রকাশ করে। কথায় আছে একজন বাবা একটি ছেলের প্রথম নায়ক আর একটি মেয়ের প্রথম ভালোবাসা। বাবা নিয়ে উক্তি আমাদের আশেপাশে সবসময়ই ঘুরে। কিন্তু কখনো তা নিয়ে ভাবার সময় হয় না। বাবা যতক্ষণ থাকে ততক্ষণ আমরা অনেকেই বাবার প্রকৃত মূল্য বুঝি না। কিন্তু অবচেতন মনে ঠিকই বাবা নিয়ে উক্তি গুলো আমাদের মনে নাড়া দেয়।
বাবা নিয়ে উক্তি এর কোন শেষ নেই। ধর্মীয় দিক কিনবা সামাজিক বাবার কোনো মূল্য হয় না। একজন বাবা তার সারা জীবন তার সন্তানের জন্য বিলীন করে দেয়। বাবা নিয়ে উক্তি গুলো আমাদের এই নিয়ে তাই ভাবতে বাধ্য করে।
বাবা নিয়ে উক্তি
আমরা আমাদের জীবনে বাবার মূল্য কখনই শোধ করতে পারবো না। তাই আমাদের বাবার কথা স্মরণ করে আজকের আমাদের বাবা নিয়ে উক্তি এর কিছু উপস্থাপনাঃ
১। পিতা জান্নাতের মাঝের দরজা, সুতরাং তুমি এটির সদ্ব্যবহার করবেন কি করবে না তা তোমার ব্যাপার। রাসূল (সা.)
২। একজন বাবা শতাধিক স্কুলমাস্টার। -জর্জ হারবার্ট
৩। আমার বাবা ছিলেন আমার শিক্ষক। তবে সবচেয়ে বড় কথা তিনি একজন মহান বাবা ছিলেন। -বিউ ব্রিজ
৪।একজন বাবা তার মেয়েকে শেখায় কিভাবে ভালোবাসতে হয় এবং ভালোবাসতে হয়। -ক্যাটলিন স্নো
৫। বেঁচে থাকার জন্য আমি আমার বাবার কাছে ঋণী, কিন্তু ভালোভাবে বেঁচে থাকার জন্য আমার শিক্ষকের কাছে। -আলেকজান্ডার দ্য গ্রেট
৬। আমার বাবা সবসময় বলতেন, ‘যার টিভি তাদের বুক শেলফের চেয়ে বড় তাদের কখনো বিশ্বাস করবেন না’ – তাই আমি নিশ্চিত করি যে আমি পড়ি। -এমিলিয়া ক্লার্ক
৭। আমার বিউটি আইকন আমার মা এবং বাবার মধ্যে ভালবাসা। -স্টেলা ম্যাক্সওয়েল
৮। আমার বাবা আমাকে বলেননি কিভাবে বাঁচতে হয়; তিনি বেঁচে ছিলেন, এবং আমাকে তাকে এটি করতে দেখতে দিন। -ক্লারেন্স বুডিংটন কেল্যান্ড
৯। একজন পিতার ভালবাসা চিরন্তন এবং অন্তহীন। – বেনামী
১০। আমার বাবা কে ছিলেন তাতে কিছু যায় আসে না; এটা গুরুত্বপূর্ণ যে আমি মনে করি তিনি কে ছিল। -অ্যান সেক্সটন
১১। একজন বাবা হলেন সেই নায়ক যা তার ছেলে হবে বলে আশা করে।- বেনামী
১২। ছেলের প্রতি বাবার চেয়ে বড় ভালোবাসা আর নেই। – ড্যান ব্রাউন
১৩। বাবারা তাদের সন্তানদের সাথে জ্ঞান ভাগ করে নেয় এই আশায় যে তারা এটি সারা বিশ্বে ছড়িয়ে দেয়। – ফায়সাল আরেফিন
১৪। একটি পুত্র পৃথিবীতে তার পিতার স্পষ্ট প্রতিচ্ছবি। -বেনামী
১৫। এমন কিছুই নেই যা একজন স্নেহময় পিতার আত্মাকে তার সন্তানের কান্নার মতো নাড়া দেয়। – জনি ইরেকসন টাডা
১৭। একজন বাবা হলেন এমন একজন মানুষ যিনি তার ছেলেকে ততটা ভালো মানুষ হতে দেখতে চান যেরকম তিনি হবেন বলে আশা করেছিলেন। -ফ্রাঙ্ক এ ক্লার্ক
১৮। এমনকি সেরা বাবারাও ভুল করে। কিন্তু তাদের সন্তানদের প্রতি তাদের ভালোবাসার কোনো ভুল নেই। -বেনামী
১৯। প্রত্যেক বাবার মনে রাখা উচিত একদিন তার ছেলে তার আদর্শ অনুসরণ করবে, তার পরামর্শ নয়। – চার্লস কেটারিং
২০। আবদুল্লাহ ইবনে আমর (রাঃ) বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ (সাঃ) বলেছেনঃ পিতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি এবং পিতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি। (তিরমিযী)
পরিশেষে
বাবা এমন একটা জায়গা যে জায়গা ভালোবাসা হয় কিন্তু মুখ ফুটে কখনো বলা হয় না। কখনো সময় করে বলা হয় না বাবা আমি তোমাকে ভালোবাসি। বাবা নিয়ে উক্তি গুলোও তেমনি। আমাদের আশে পাশে থাকে কিন্তু কখনো ভাবা হয় না। মূল্য দেওয়া হয় না বাবা নিয়ে উক্তি গুলোর।
আমাদের সকলের উচিত আমাদের যাদের বাবা আছে তাদের সকলের এই বাবা নিয়ে উক্তি গুলো ভাবা এবং বাবার প্রকৃত যত্ন নেওয়া।